Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

মেয়ের জন্মদিনে রক্তদান শিবির! নজির গড়ল মেদিনীপুরের পাণিগ্রাহী পরিবার

নিজস্ব সংবাদদাতা : একমাত্র কন্যার জন্মদিন উপলক্ষে পরিবারের উদ্যোগে রক্তদান উৎসব অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরে। জন্মদিন পালনের চিরাচরিত রীতিতে না গিয়ে একটু ব্যতিক্রমী ভাবে আয়োজিত হল রক্তদান উৎসব।

পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের নবীনাবাগ-মিরবাজারের এলাকার বাসিন্দা কুইকোটা জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক শ্যামাপদ পাণিগ্রাহী ও গৃহবধূ মণিকা পাণিগ্রাহীর একমাত্র কন্যা তিয়াশার জন্মদিন ছিল শনিবার। ২২ বছর পূর্ণ করে ২৩-এ পা রাখল তিয়াশা। বেশ কিছু দিন আগে আসানসোলের ইএসআই নার্সিং কলেজের ছাত্রী তিয়াশা তাঁর বাবা-মাকে জানায় এবছর জন্মদিনটা সে একটু অন্যরকম ভাবে পালন করতে চায়। সে জন্মদিন উপলক্ষে এবার একটি রক্তদান শিবির আয়োজন করতে।

- Sponsored -

মেয়ের এহেন ইচ্ছায় সম্মতি দেন তিয়াশার বাবা-মা।বাবা-মার পাশাপাশি তিয়াশা পাশে পেয়ে যান তাঁর বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনদের। সেইমতো শুরু হয় প্রস্তুতি। এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেন মেদিনীপুর জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। পরিকল্পনা মতো শনিবার নবীনাবাগ-মিরবাজারের অবসর উদ্যান সেবা কেন্দ্রে রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়।

শিবিরে ৮ জন মহিলা-সহ মোট ৩৭ জন রক্তদান করেন। তাঁদের মধ্যে অনেকেই এই প্রথমবার রক্তদিলেন। রক্ত সংগ্রহ করেন খড়্গপুর ব্লাড ব্যাংক। পারিবারিক অনুষ্ঠানে আয়োজিত এহেন রক্তদান শিবিরে উপস্থিত হতে পেরে খুশি রক্তদান আন্দোলনের কর্মী অসীম ধর, জয়ন্ত মুখার্জি, সুদীপ কুমার খাঁড়া, ফাকরুদ্দিন মল্লিক, সন্তু রায়, পার্থ প্রতিম মল্লিকরা। ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি অসীম ধর পাণিগ্রাহী পরিবারের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,আমরা চাই এই ধরনের পারিবারিক উৎসবে আরও বেশি বেশি করে রক্তদান শিবির অনুষ্ঠিত হোক।

নার্সিং-এর ছাত্রী তিয়াশা বলেন, নিজের জন্মদিনে রক্তদান শিবির আয়োজন আমি খুশি, এই শিবির থেকে সংগৃহীত রক্তের সংকট কিছুটা হলেও মেটাতে পারলে আমি খুশি হবো। শিবির সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় তিয়াশার বাবা, মা শ্যামাপদ পাণিগ্রাহী ও মণিকা পাণিগ্রাহী সমস্ত রক্তদাতা-সহ শিবির আয়োজনে সাহায্যকারী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তাঁরা জানান, একমাত্র কন্যার ইচ্ছাকে গুরুত্ব দিয়ে, রক্তদান শিবির আয়োজনের মাধ্যমে কিছুটা হলেও মানবসেবার কাজ করতে পেরে খুশি। তাঁরা আরও বলেন, সবার সহযোগিতা নিয়ে তাঁরা প্রতিবছর এই ধরনের শিবির আয়োজনের চেষ্টা করবেন।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.