হলদিয়ায় আইমার উদ্যোগে রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুরের সুতাহাটা ব্লক আইমা ইউনিটের উদ্যোগে শুক্রবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই রক্তদান শিবিরে ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে। সকল রক্তদাতাদের হাতে ওই সংস্থার পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
জেলা জুড়ে থ্যালাসেমিয়া আক্রান্ত মুমূর্ষু রোগীদের রক্তের জোগান দিতে এই শিবিরের আয়োজন বলে জানায় সুতাহাটা ব্লকের আইমা ইউনিটের সম্পাদক সেক মুসিয়র রহমান। সেই সঙ্গে এলাকাবাসীর উদ্দেশ্য করোনা সচেতনতা বার্তা দেওয়ার পাশাপাশি আগাম শুভ শারদীয়ার শুভেচ্ছাও জানানো হয় এদিনের রক্তদনা শিবির থেকে।
Comments are closed.