কেশপুরের ব্রাহ্মণডিহায় থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা : থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুর চক্রের ব্রাহ্মণডিহা প্রাথমিক বিদ্যালয়ে। শিবিরে ২ জন মহিলা-সহ ২৪ জন রক্তদান করেন। ব্রাহ্মণডিহা প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেন আমড়াকুচি গ্রামপঞ্চায়েত প্রধান সুমিত ভট্টাচার্য।
প্রধান অতিথি মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি অসীম ধর। তাঁর বক্তব্যে রক্তদানের প্রয়োজনীয়তা বিশদে তুলে ধরেন তিনি। কোভিড মহামারীর মাঝে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কর্মসূচির সাফল্য কামনা করে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধানশিক্ষক চিত্তরঞ্জন ওঝা, প্রাক্তন সহ-শিক্ষক রাধারমন খামারী, চড়কা আকবরী হাইস্কুলের প্রাক্তন শিক্ষক বিনোদ বিহারী ওঝা, সহ-শিক্ষক রতন ভঞ্জ প্রমুখ। অনুষ্ঠানটিতে অগ্রণী ভূমিকা পালন করেন স্থানীয় স্বামী বিবেকানন্দ কোচিং সেন্টারের শিক্ষকমণ্ডলী। রক্তদাতা ও অন্যতম আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী জামিরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমীর দোলই, উত্তর তসরআড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সোমনাথ দলবেরা, গঙ্গাসিনী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শঙ্কু সাঁতরা প্রমুখ।
Comments are closed.