জাগৃহীর উদ্যোগে রামজীবনপুরে রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা : করোনা আবহের মাঝেই সমস্ত স্বাস্থ্যবিধি মেনে রক্তদান শিবির হল রামজীবনপুরে। বুধবার সামাজিক সংগঠন জাগৃহী-র উদ্যোগে এবং নবারুণ ওয়েলফেয়ার সোসাইটি ও মেদিনীপুর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার রামজীবনপুরে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রামজীবনপুর বাবুলাল প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই শিবিরে ৪ জন মহিলা-সহ ৫১ জন রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেন পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক।
এদিনের রক্তদান অনুষ্ঠানে সমস্ত রক্তদাতাকে একটি করে চারাগাছ উপহার দেওয়া হয়। সহযোগিতায় মেদিনীপুর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। শিবির সুষ্ঠু ভাবে সফল হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন জাগৃহীর সম্পাদক হারাধন আশ। উল্লেখ্য এই করোনা আবহে লকডাউন পরিস্থিতিতে পথচলা শুরু করেছে জাগৃহী সংগঠনটি। লকডাউনে খাদ্যসামগ্রী বিতরণ, পরিযায়ী শ্রমিকদের খাওয়ানো, বৃক্ষরোপণ কর্মসূচি, ক্যান্সার আক্রান্ত ছাত্রের জন্য অর্থ সংগ্রহের মতো নানা সমাজসেবামূলক কাজ করেছে জাগৃহী।
Comments are closed.