আব্দুল রেজ্জাক খানের স্মৃতিতে রক্তদান শিবির মেদিনীপুরে
নিজস্ব সংবাদদাতা : সমাজসেবী আব্দুল রেজ্জাক খানের ২৫তম মৃত্যুবার্ষিকীকে স্মরণে রেখে খান পরিবারের উদ্যোগে মেদিনীপুর শহরের সিপাইবাজারে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। রেজ্জাক খান সাহেবের মেজো ছেলে জাকির খানের ইচ্ছে ছিল বাবার প্রয়াণ বার্ষিকীতে সমাজসেবামূলক কাজ হিসেবে রক্তদান শিবিরের আয়োজন করা। তাঁর এই ইচ্ছেতে সায় দেন পরিবার-পরিজনেরা এবং পাড়া প্রতিবেশীরা। এই কাজে জাকিরবাবু পাশে পেয়ে যান সমব্যথী সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং পশ্চিম মেদিনীপুর জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামকে। সেইমতো জাকিরবাবুদের সিপাইবাজারের বাড়িতে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। রক্ত সংগ্রহ করল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক।
উপস্থিত ছিলেন ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি অসীম ধর, সম্পাদক জয়ন্ত মুখার্জি, সমব্যথীর কর্ণাধার ফাকরুদ্দিন মল্লিক, শিক্ষক ও সমাজসেবী স্নেহাশিষ চৌধুরী, মণিকাঞ্চন রায়, এনএইচআরসির জেলা সভাপতি অসীম বর্মন, পুরপ্রশাসক মণ্ডলীর সদস্য নির্মাল্য চক্রবর্তী-সহ সিপাইবাজার এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। খান পরিবারের সদস্য-সদস্যারা নিজেরাও রক্তদান করেছেন। এদিনের শিবিরে বেশকয়েকজন মহিলা-সহ মোট ৩৫ জন রক্তদান করেন। জাকির খান বলেন, ‘নতুন প্রজন্মের এখনও অনেকে জানে না রক্তদানের কী গুরুত্ব? তাই নতুন প্রজন্মের কাছে রক্তদানের ভয় কাটিয়ে রক্তদানের গুরুত্বের বার্তা দিতে বাবার স্মৃতিতে এই উদ্যোগ।’
Comments are closed.