কাবুলে রকেট হামলা আইএস-এর! সত্যি হল মার্কিন প্রেসিডেন্টের সতর্কবার্তা

নিজস্ব সংবাদদাতা: কাবুল বিমানবন্দরে ফের হামলা চালাতে পারে সন্ত্রাসবাদীরা। এমনই সতর্কবার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট আমেরিকান সেনাদের সতর্ক করে বলেন, ‘এখনও পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়ে গেছে। কমান্ডাররা জানিয়েছেন আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে হামলার সম্ভাবনা রয়েছে।’
মার্কিন প্রেসিডেন্টের সেই সতর্কবার্তাই সত্যি হল। কাবুলে হামিদ কারজাই বিমানবন্দরের কাছে খাওয়াজা বুঘরা এলাকায় রকেট হামলা চালাল জঙ্গিরা। এই ঘটনায় মৃত এক শিশু-সহ ২। বিস্ফোরণে আহত বেশ কয়েকজন। রকেট হামলার দায়স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।
সম্প্রতি কাবুল বিমানবন্দরে হামলায় ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় এক আত্মঘাতী হামলায় মৃত্যু হয়েছে একাধিক আফগান নাগরিকের। এরপরই মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ফল ভালো হবে না। যারা বিস্ফোরণের সঙ্গে জড়িত তাদের ফল ভুগতেই হবে। যেমন কথা তেমন কাজ। এর ২৪ ঘণ্টার মধ্যেই বদলা নেয় মার্কিন সেনা। ড্রোন স্ট্রাইক করা হয় পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের নাঙ্গাহারে আইএস খোরাসান গোষ্ঠীর গোপন ডেরায়। এই হামলায় কাবুল বিস্ফোরণের মূল ষড়যন্ত্রকারী নিকেশ হয়েছে বলে দাবি করে পেন্টাগন।
Comments are closed.