ক্যান্সারে হার মানলেন ‘ব্ল্যাক প্যান্থার’ চ্যাডউইক

সুদীপ চট্টোপাধ্যায়
মারণ রোগ ক্যান্সারের কাছে হার মানলেন হলিউড অভিনেতা চ্যাডউইক বসম্যান। শুক্রবার লসএঞ্জেলেসে মাত্র ৪৩ বছরেই মারা গেলেন ব্ল্যাক প্যান্থার খ্যাত এই অভিনেতা। মারভেল সিরিজের একাধিক সিনেমার সুপার হিরো ছিলেন তিনি। শনিবার বসম্যানের মৃত্যুর খবর জানানো হয়েছে তাঁর পরিবারের পক্ষ থেকে।
২০১৬ থেকে কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন হলিউডের এই দাপুটে অভিনেতা। প্রথমেই এই মারণ রোগ স্টেজ ৩-এ পৌঁছে গিয়েছিল তাঁর শরীরে। ফলে বেশ কয়েকবার কেমোর মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। কিন্তু তার পরেও তাঁর থেমে থাকেনি অভিনয়। যা এবার চিরতরে থেমে গেল তাঁর মৃত্যুর মধ্যে দিয়ে। মৃত্যুর সময়ে তাঁর পাশেই ছিলেন স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যরা।
২০১৩ সালে বেসবল তারকা ‘জ্যাকি রবিনসন’ ছবির মধ্য দিয়ে সিলভারস্ক্রিনে প্রথম নিজের উপস্থিতি বোঝান চ্যাডউইক। এরপর মারভেল সিরিজের ব্ল্যাক প্যান্থার ব্লকবাস্টার হওয়ার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ব্ল্যাক প্যান্থার ছবিটি অস্কারে সেরা ছবির মনোনয়নও পেয়েছিল।
এরপর ‘মার্শাল’, ‘ডিএ ফাইভ ব্লাডস’, ‘ব্ল্যাক বটম’ থেকে শুরু করে মারভেল সিরিজের একের পর এক সিনেমায় দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন তিনি। মারভেল সিরিজ ছাড়াও অ্যাভেঞ্জার্স সিরিজের বেশ কিছু ছবিতেও অভিনয় করেছেন এই হলিউডি সুপার হিরো। স্বল্প কেরিয়ার হলেও ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’, ‘কিং টিচালা’ থেকে ‘ব্ল্যাক প্যান্থার’– বহু মনে রাখার মতো সিনেমা তিনি উপহার দিয়েছেন হলিউডের দর্শককে। ফলে চ্যাডউইকের অকাল প্রয়াণে শোকস্তব্ধ হলিউড তথা গোটা পৃথিবীর ফিল্ম জগৎ।
Comments are closed.