যুব মোর্চার নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা, ত্রিস্তরীয় নিরাপত্তা পুলিশের
শুভাশিস মণ্ডল
বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযান ঘিরে কড়া রাজ্য প্রশাসন। সিসি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি ছাড়া নবান্নমুখী সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। নবান্নের আশেপাশে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। রাস্তায় পুলিশের ব্যারিকেড, জলকামান। এদিকে আজ নবান্ন বন্ধ থাকলেও অভিযানে অনড় বিজেপির যুব মোর্চা।
এদিকে নবান্ন অভিযানের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে বিক্ষোভ অবরোধ বিজেপির মহিলা মোর্চার। পরে পুলিশ গ্রেফতার করে বেশ কয়েকজনকে। ডানকুনিতে পথ অবরোধ বিজেপি কর্মীদের। অভিযোগ পুলিশ বিজেপি কর্মীদের বাস আটকে দিয়েছে। ডানকুনিতে বিজেপি কর্মীদের অবরোধ তুলতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ।
যুব মোর্চার অভিযানের জন্য পুলিশ নবান্ন এলাকার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। এলাকার বহুতল থেকে নজরদারি রাখা হচ্ছে। এমনকী সংবাদমাধ্যমের কর্মীদের যেতে দেওয়া হচ্ছে না। বন্ধ করে দেওয়া হয়েছে কোনা এক্সপ্রেসওয়ে, বিদ্যাসাগর সেতু এবং হাওড়া ব্রিজও। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে প্রচুর পরিমাণে RAF। ব্যারিকেড এবং গার্ডরেল দিয়ে কার্যত ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা।
এদিকে সাঁতরাগাছিতে সকাল থেকেই বিজেপি কর্মীরা জমায়েত করতে শুরু করে। বিজেপির দুই শীর্ষ নেতা রাজু বন্দ্যোপাধ্যায় এবং সায়ন্তন বসুর নেতৃত্বে সাঁতরাগাছি থেকে মিছিল যাবে নবান্নের দিকে। তার আগেই সাঁতরাগাছি ব্রিজে ওঠার মুখে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে।এলাকায় রয়েছে প্রচুর পুলিশ মোতায়ন।
Comments are closed.