ফের রাজ্যে আসছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা
শোভাঞ্জন দাশগুপ্ত
আগামী ৬ তারিখ ২ দিনের জন্য ফের একবার রাজ্যে আসছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ২ দিনের সফরে তিনি রাজ্যে বৈঠক করবেন দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য। প্রথম দিন সভা করবেন পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, বীরভূম– এই পাঁচ জেলার নেতৃত্বদের সঙ্গে। দ্বিতীয় দিন তিনি বৈঠক করবেন জঙ্গলমহলের জেলাগুলোর সঙ্গে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ছাড়াও থাকবেন হাওড়া এবং হুগলির নেতৃবৃন্দ। সূত্রের খবর, ৬ নভেম্বর ভার্চুয়াল মিটিং করতে পারেন জেপি নাড্ডা। আজ কলকাতায় একথা জানান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
পাশাপাশি পাহাড়ে বিমল গুরুংয়ের ফেরা নিয়ে যে অচলাবস্থার তৈরি হয়েছে তার জন্য রাজ্য সরকারকে দায়ী করেন দিলীপ ঘোষ। ভোটের আগে নিজেদের প্রয়োজনে বিমল গুরুংকে প্রকাশ্যে এনেছে তৃণমূল কংগ্রেস– এমন অভিযোগ করলেন তিনি। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে ক্রমশ। পুজোর মধ্যেও তৃণমূলের আক্রমণের শিকার হয়েছেন বিজেপি কর্মীরা। আগামী দিনে বিজেপি এই বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে সবিস্তারে রিপোর্ট দেবে বলেও জানান বিজেপির রাজ্য সভাপতি।
Comments are closed.