Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘বঙ্গ সংস্কৃতি রক্ষা করবে বিজেপিই’, নবদ্বীপে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করে বললেন জে পি নাড্ডা

নিজস্ব সংবাদদাতা: নবদ্বীপের চটির মাঠ থেকে ‘পরিবর্তন যাত্রা’ শুরু করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। মহাপ্রভুর জন্মস্থান থেকে বাংলায় স্লোগান তুলে নাড্ডা বললেন, ‘অনেক হয়েছে মমতা। পরিবর্তন চায় জনতা।’

‘পরিবর্তন যাত্রা’র সূচনা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি আরও বলেন, ‘নবদ্বীপের পবিত্র ভূমিতে এসেছি। এখান থেকে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা হল। এই পরিবর্তন শুধু সরকারের পরিবর্তন নয়, বিচারের পরিবর্তন।’ পাশাপাশি নাড্ডা বলেন, ‘বাংলায় তুষ্টিকরণের রাজনীতি চলছে। প্রশাসনের রাজনীতিকরণ করা হয়েছে। বাংলার মানুষ এবার জেগে উঠেছেন। বাংলার সংস্কৃতি রক্ষা করার ক্ষমতা নেই তৃণমূল সরকারের। বঙ্গ সংস্কৃতি রক্ষা করবে বিজেপিই। মা-মাটি-মানুষের নামে যে সরকার এসেছিল, তারা বাংলার মানুষকে ধোঁকা দিয়েছে। বাংলায় পদ্ম ফুটবেই।’

- Sponsored -

এদিনের সভায় আয়ুষ্মান ভারত এবং কৃষক সম্মান নিধি-র প্রসঙ্গও উঠে আসে নাড্ডার বক্তব্যে। নাড্ডা বলেন, ‘মোদিজি বাংলার জন্য অনেক প্রকল্পের ঘোষণা করেছেন। কিন্তু মমতা শুধু নেতিবাচক রাজনীতি করছেন। ২৩ মে-র পর বাংলায় সব হবে। বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হতে দেননি মমতা। বিজেপি ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারত বাংলায় চালু হবেই। কিষাণ সম্মান নিধিতে বাংলার ৭০ লক্ষ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। মমতা সরলেই ৭০ লক্ষ কৃষক কিষান নিধির সুবিধা পাবেন।’

এর আগে মালদার ফোয়ারা মোড় থেকে রোড শো শুরু করেন নড্ডা। তাঁর সঙ্গে ট্যাবলোয় ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। রোড শোর পর মালদায় মাঠে বসে প্রায় ২ হাজার ৫০০ জন কৃষকের সঙ্গে ‘সহভোজ’কর্মসূচিতে অংশ নিলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি। রাজ্য নেতাদের সঙ্গে নিয়ে খিচুড়ি আর একটা পাঁচমিশালি তরকারি খেয়ে কৃষকদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন নাড্ডা। তবে এই ‘সহভোজ’-এ কৃষকদের বাইরে থেকে আনা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.