Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বাংলায় দুই-তৃতীয়াংশ আসনে ক্ষমতায় আসবে বিজেপি, বাঁকুড়ার সভা থেকে দাবি অমিত শাহর

নিজস্ব সংবাদদাতা : ‘‘মমতা সরকারের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে। দুই-তৃতীয়াংশ আসনে ক্ষমতায় আসবে বিজেপি।’’ বাঁকুড়ার সভা থেকে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি ক্ষমতায় এলে রাজ্যে কর্মসংস্থান বাড়বে বলেও প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

- Sponsored -

এদিন নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার বেলা ১১.৩০ নাগাদ হেলিকপ্টারে বাঁকুড়ায় পৌঁছন অমিত শাহ। ২ দিনের সফরে তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে। বাঁকুড়ায় নেমেই পুয়াবাগানে বীরসা মুণ্ডার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান শাহ। এরপরই একুশের বিধানসভায় নির্বাচনে বিজেপি–র বাংলা দখলের বার্তা দিলেন তিনি।

বাঁকুড়ার সভা থেকে দেশের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য এবং বাংলা থেকে দারিদ্র দূর করার জন্য তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দিয়েছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘‘এই রাজ্যে বিজেপি কর্মীদের যেভাবে খুন করা হচ্ছে, যেভাবে তাঁদের ওপর শাসকদলের দমনপীড়ন নীতি চলছে, তাতে আমি পরিষ্কার দেখতে পারছি যে মমতা সরকারের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে।’’

কেন্দ্রীয় প্রকল্প নিয়ে অমিত শাহ রাজ্য সরকারকে তোপ দেগে বলেছেন ‘‌‘কৃষকরা কেন্দ্রের পাঠানো টাকা পাচ্ছেন না। কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত করে রাখা হয়েছে আদিবাসীদের। এভাবে কেন্দ্রীয় প্রকল্প আটকে বিজেপিকে রোখা যাবে না। আপনাদের সকলের কাছে আর্জি, বিজেপিকে একটা সুযোগ দিন। আগামী দিনে সোনার বাংলা গড়ব আমরা।’’‌

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.