শীর্ষকর্তার সামনেই গোষ্ঠীদ্বন্দ্ব! ভাঙচুর হাওড়া গ্রামীণ জেলা বিজেপি কার্যালয়ে

নিজস্ব সংবাদদাতা : বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল উলুবেড়িয়া। জেলা সভাপতি ও নেতাদের হেনস্থার পাশাপাশি দেদার ভাঙচুর চলল উলুবেড়িয়া মনসাতলায় হাওড়া গ্রামীণ জেলা বিজেপি কার্যালয়ে। বিক্ষোভকারী সমর্থকদের থেকে কটূক্তি শুনতে হল রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠক) অমিভাভ চক্রবর্তীকেও। মূলত তাঁর সামনেই জেলা নেতৃত্বর উপর ক্ষোভ উগরে দেন বিজেপির সাধারণ কর্মীরা।
বিজেপি কর্মীদের দাবি, ‘ভোট-পরবর্তী হিংসার পর কর্মীদের পাশে কোনও জেলা নেতৃত্বকে দেখা যায়নি। কর্মীরা ভয়ে বাড়িছাড়া। কোনও রকম সহায়তা পাওয়া যায়নি।’ এদিন দীর্ঘদিন ধরেই জেলা নেতৃত্বের উপর জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে যায় হাওড়া গ্রামীণ জেলা বিজেপি কার্যালয়ে। আজ জেলা অফিসে বিজেপির বৈঠকে যোগ দিতে এসেছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠক) অমিভাভ চক্রবর্তী। তাঁর সামনেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। নিজেদের মধ্যে হাতাহাতির পাশাপাশি জেলা সভাপতি-সহ বিজেপি নেতাদের হেনস্থা করা হয়। ভেঙে ফেলা হয় জেলা অফিসের চেয়ার, টেবিল-সহ জানালার কাচ।
Comments are closed.