করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন দিলীপ ঘোষ
শোভাঞ্জন দাশগুপ্ত
করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। চলতি মাসের ১৬ তারিখ করোনা আক্রান্ত হয়ে সল্টলেকের আমরি হাসপাতালে ভর্তি করা হয় বিজেপি রাজ্য সভাপতিকে। তাঁকে হাসপাতাল থেকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য এবং জেলা নেতৃত্ব।
এদিন দিলীপ ঘোষ ছাড়া পাবেন এই খবর শুনে রাজ্যের অন্যান্য জেলা থেকে দলীয় সমর্থকেরা এসে হাজির হন আমরি হাসপাতালের সামনে। দিলীপ ঘোষকে বাইক মিছিল করে রাজারহাটের বাড়ি পৌঁছে দেওয়ার জন্যই জমায়েত হতে শুরু করে হাসপাতাল চত্বর। বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, পথে তাঁদের কর্মীদের পুলিশ বাধা দিয়েছেন।
এদিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন, ‘আমি সেভাবে অসুস্থ হয়নি। দু’-তিন দিন অবজারভেশনে ছিলাম। কোনও কষ্ট ছিল না। যাঁরা চিন্তায় ছিলেন তাঁদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। চিন্তা করার কোনও কারণ নেই। আমি একদম সুস্থ আছি। বাড়িতে গিয়ে আরও সুস্থ হব। সবাইকে সাবধান থাকার জন্য বলছি। ব্যাপক সংক্রমণ হচ্ছে। নিজেকে সুরক্ষিত রেখে পুজো দেখুন। সবার জীবন মূল্যবান।’ পরে বাইক মিছিল করে বিজেপি কর্মী-সমর্থকেরা দিলীপ ঘোষকে তাঁর রাজারহাটের বাড়িতে পৌঁছে দেন।
Comments are closed.