যুব মোর্চার জেলা কমিটি বাতিল দিলীপ ঘোষের

শোভাঞ্জন দাশগুপ্ত
আচমকাই বিজেপির ভারতীয় জনতা যুব মোর্চার জেলা কমিটি বাতিল করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত বিজেপির জেলা সভাপতিরাই দলের মোর্চার দায়িত্ব সামলাবেন।
তৃণমূল ছেড়ে আসার পর সৌমিত্র খাঁ যুব মোর্চার দায়িত্ব নিয়ে সংগঠন চাঙ্গা করার তোড়জোড় শুরু করেন। পুরনো কমিটি ভেঙে যুব মোর্চার জেলা সভাপতিদের নতুন নাম ঘোষণা করেন সংগঠনের রাজ্য সভাপতি সৌমিত্র। তা নিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ প্রকাশ্যেই অসন্তোষ ব্যক্ত করেন। সেসময় দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়েছিলেন, ওই তালিকা বৈধ নয়। এরপর সেই তালিকা প্রত্যাহার করে নেন সৌমিত্র খাঁ।
এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সৌমিত্র খাঁ যুব মোর্চার দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্য বিজেপির অন্দরে বিতর্ক দানা বাঁধে। তৃণমূল ছেড়ে এসেই নবাগত একজন যুব মোর্চার রাশ হাতে নেওয়ায় দলের অন্দরেই ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর মধ্যে কয়েকদিন আগে সৌমিত্র খাঁর নেতৃত্বে যুব মোর্চা তেড়েফুড়ে নবান্ন অভিযান করে রাজ্য রাজনীতিতে বিজেপিকে অক্সিজেন দিয়েছে। এরপরও দিলীপ ঘোষের যুব মোর্চার জেলা কমিটি বাতিল করার সিদ্ধান্ত বিজেপির অন্দরের কোন্দলকে আরও প্রকট করল বলেই মত রাজনৈতিক মহলের।
Comments are closed.