করোনা হানায় হোম কোয়ারেন্টাইনে দিলীপ ঘোষ

নিজস্ব সংবাদদাতা : করোনায় এবার ঘরবন্দি হলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতির গাড়িচালকের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ায় হোম কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে তাঁকে। সোমবারই কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন-সহ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক-সহ অন্যান্য সব ধরনের কর্মসূচি বাতিল করতে হয়েছে এই দাপুটে বিজেপি নেতাকে।
সূত্রের খবর, জ্বর-সহ করোনার একাধিক উপসর্গ নিয়ে ভুগছিলেন দিলীপ ঘোষের ওই গাড়িচালক। টেস্ট করা হলে রবিবার গভীর রাতে জানা যায় তিনি করোনায় আক্রান্ত। চিকিৎসকের পরামর্শ মেনে নিউটাউনের বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। যেহেতু তাঁর নিজের গাড়িচালক করোনা পজিটিভ সেক্ষেত্রে আজই দিলীপবাবু নিজেও টেস্ট করিয়ে নেবেন। এরই পাশাপাশি তাঁর নিরাপত্তারক্ষী ও পরিচারিকাও জ্বরে আক্রান্ত রয়েছেন। তাঁদেরও করোনা পরীক্ষা করা হবে বলে জানা গেছে।
Comments are closed.