মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ হাওড়া গ্রামীণ বিজেপির
নিজস্ব সংবাদদাতা : বিভিন্ন দাবিতে উলুবেড়িয়া মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখাল হাওড়া গ্রামীণ বিজেপি। জাল ভ্যাকসিনের দোষীদের যথাযথ শাস্তি, ভোট-পরবর্তী হিংসার কারণে ঘরছাড়া বিজেপি কর্মী-সমর্থকদের ঘরে ফেরানো এবং মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদেই এদিন বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। হাতে কালো ফিতে বেঁধে এবং পোস্টার নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন বিজেপি কর্মীরা। পাশাপাশি মহকুমাশাসকের কাছে একটি ডেপুটেশনও জমা দেওয়া হয়।
উলুবেড়িয়া মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ হাওড়া গ্রামীণ বিজেপির pic.twitter.com/eGsWBSWZv8
— Bengal Fast (@bengal_fast) June 25, 2021
হাওড়া গ্রামীণ জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি উমাশঙ্কর হালদার জানান, ‘১৯৭৫ সালের ২৫ জুন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন। তাই এই দিনটি ভারতীয় জনতা পার্টি কালা দিবস হিসাবে পালন করে। পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই এই কর্মসূচি।’ উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলার বিজেপি মহিলা মোর্চার সভাপতি মামনি মালিকও।
Comments are closed.