Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি বিধায়কদের! ৪ মিনিটেই ভাষণ শেষ রাজ্যপালের

নিজস্ব সংবাদদাতা : বেনজির ঘটনার সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ বিধানসভা। ওয়েলে নেমে বিজেপি বিধায়কদের তুমুল বিক্ষোভে ভাষণ সম্পূর্ণ করতে পারলেন না রাজ্যপাল জগদীপ ধনকর। এরপর অধ্যক্ষ বিমান বন্দ্যেপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিছুক্ষণ কথা বলে বিধানসভা ছেড়ে চলে যান রাজ্যপাল। এর আগে রাজ্যপাল বিধানসভায় আসেন ঠিক ১টা ৫০ মিনিট নাগাদ। তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ও স্পিকার। বিধানসভায় বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন তিনজনেই। তারপরই রাজ্যপালকে নিয়ে যাওয়া হয় বিধানসভার কক্ষে। এরপরই বাজেট বক্তব্য পাঠ করতে শুরু করেন রাজ্যপাল।

- Sponsored -

বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই রাজ্যপাল ভাষণ শুরু করতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আসন ছেড়ে ওয়েলে নেমে আসেন ভোট পরবর্তী সন্ত্রাসের পোস্টার নিয়ে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেন বিজেপি বিধায়করা। তুমুল বিক্ষোভের মধ্যে ১৪ পৃষ্ঠার বাজেট ভাষণ মাত্র চার মিনিটের মধ্যেই কিছুটা পড়ে শেষ করলেন রাজ্যপাল। ফলে অসম্পূর্ণ থাকল বাজেটের ভাষণ। নির্ধারিত সময়ের ৫০ মিনিট আগেই বিধানসভা থেকে ফিরে যেতে হল রাজ্যপাল জগদীপ ধনকরকে।

এদিকে ওয়েলে নেমে রাজ্যপালের ভাষণ ভণ্ডুল করার যুক্তি দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, ‘রাজ্য সরকার যে ভাষণ রাজ্যপালকে পড়ার জন্য লিখে দিয়েছে, তা অসত্য। বিরোধীদের প্রতিবাদের বিষয় ছিল ভোট পরবর্তী হিংসা। রাজ্যপালের ভাষণে এদিন বাংলার ভোট পরবর্তী হিংসার উল্লেখ ছিল না। উল্টে বলা হয়েছে যে, ভোট পরবর্তী হিংসার ঘটনা সম্পূর্ণ মিথ্যা প্রচার। এই ভাষণের কোনও সারবত্তা নেই।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.