রীতি ভেঙে পিএসি-র চেয়ারম্যান! প্রতিবাদে বিধানসভার ৮ কমিটি থেকে পদত্যাগ বিজেপি বিধায়কদের
নিজস্ব সংবাদদাতা : বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান হয়েছেন মুকুল রায়। আর তা নিয়ে বিধানসভার ভেতরে-বাইরে প্রতিবাদে সরব বিজেপি। মঙ্গলবার বিধানসভার ৮ কমিটি থেকে পদত্যাগ করলেন বিজেপি বিধায়করা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন মনোজ টিগ্গা, বিষ্ণুপ্রসাদ শাস্ত্রী, মিহির গোস্বামী, আনন্দময় বর্মন, অশোক কীর্তনীয়া, নিখিল দে, দীপক বর্মন-সহ মোট আটজন বিজেপি বিধায়ক। শাসক শিবিরেরে উপর চাপ বাড়াতেই এই কৌশল বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।
বিধানসভার রীতি অনুসারে বিরোধী দলের কোনও বিধায়ককেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়। খাতায় কলমে মুকুল রায় এখনও বিজেপি বিধায়ক, কিন্তু ভোটের পরই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। ইতিমধ্যেই দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আর্জিও জানিয়েছে বিজেপি। তাহলে কেন রীতি ভেঙে মুকুল রায়কে পিএসি-র চেয়ারম্যান করা হল? প্রথম থেকেই তা নিয়ে সরব পদ্ম শিবির।
পদত্যাগের পর স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের নালিশ জানাতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকরের কাছে যান। বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেছেন, ‘মানুষকে বোকা বানানো হচ্ছে। রীতি ভেঙে দলবদলু এক বিধায়ককে পিএসি চেয়ারম্যান করা হচ্ছে। তৃণমূল গণতান্ত্রিক নীতি মানে না ফের প্রমাণিত।’ এনিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের কটাক্ষ, ‘নিয়ম মেনে সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার। এক্ষেত্রে রাজ্যপালের কিছু করার নেই। ছবি তুলতে যাচ্ছেন ওঁরা।’
Comments are closed.