তৃণমূলে ফিরলেন সপুত্র মুকুল রায়, ‘ঘরের ছেলে, ঘরে ফিরল’ : মমতা

নিজস্ব সংবাদদাতা : ‘মুকুল আমাদের ঘরের ছেলে, ঘরে ফিরল৷ আমরা অভিনন্দন জানাচ্ছি৷’ প্রায় ৪ বছর পর বিজেপি নেতা মুকুল রায়কে তৃণমূল কংগ্রেসে ফিরিয়ে নিয়ে বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বাবার হাত ধরে জোড়া ফুলে এলেন শুভ্রাংশু রায়। তৃণমূল ভবনে এদিন উত্তরীয় পরিয়ে মুকুল-শুভ্রাংশুকে স্বাগত জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে মুকুল রায় বলেন, ‘বিজেপিতে থাকতে না পেরেই ফিরে এসেছি। বিজেপি করব না বলেই পুরনো দলে ফিরেছি। বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে৷ বাংলাকে লিড করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷’
এদিন তৃণমূল নেত্রী বলেন, ‘মুকুল মানসিক শান্তি পেল এখানে এসে। তৃণমূল আগের থেকেই শক্তিশালী ছিল। আমরা ল্যান্ডস্লাইড নিয়ে জিতেছি।’ পাশাপাশি মুকুল রায়ের প্রত্যাবর্তনের পর কি এবার দলত্যাগীরা ফের তৃণমূলে ফিরছেন? এই প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘যাঁরা গদ্দারি করেছেন, চরমপন্থী, নিম্নরুচির পরিচয় দিয়েছেন, তাঁদের নেব না। মুকুলের সঙ্গে যাঁরা দল ছেড়েছিলেন, তাঁরা ফিরতে চাইলে দল সিদ্ধান্ত নেবে।’
Comments are closed.