লাউহাটিতে আক্রান্ত বিজেপি নেতা বাবু মাস্টার! গাড়ি লক্ষ্য করে গুলি-বোমা ছোড়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা: বসিরহাটে সাংগঠনিক সভা থেকে ফেরার সময় বাসন্তী হাইওয়ের উপর মিনাখাঁর লাউহাটিতে গাড়ি থামিয়ে বিজেপি নেতা বাবু মাস্টারের উপর হামলা চালাল দুষ্কৃতীরা। তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি, বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। আশঙ্কাজনক অবস্থায় বাবু মাস্টার ও তাঁর গাড়ির ড্রাইভারকে দ্রুত মিনাখাঁ থেকে নিয়ে এসে ভর্তি করা হয়েছে অ্যাপোলো হাসপাতালে। বোমার স্প্লিন্টার বিঁধে শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
গত ১৮ ডিসেম্বর তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার। তৃণমূলে থাকাকালীন তিনি উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা, ক্রীড়া ও তথ্য সংস্কৃতির কর্মধ্যক্ষ ছিলেন । বিজেপি ছাড়ার পর তিনি হাসনাবাদের বাড়িতে না থেকে কলকাতায় থাকতেন। বিজেপির দাবি, লাউহাটি পুলিশ ফাঁড়ির কাছে অন্তত ১০-১২ জন বাবু মাস্টারের কালো রঙের গাড়ি গাড়ি ঘিরে ধরে হামলা চালায়।
Comments are closed.