বসিরহাটে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা
নিজস্ব সংবাদদাতা : পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে বসিরহাট থেকে গ্রেফতার স্থানীয় এক বিজেপি নেতা। সূত্রের খবর, মাটিয়া থানা এলাকার চাঁদনগর গ্রামের বাসিন্দা রামপ্রসাদ সাঁপুই পরিচারিকাকে এক সপ্তাহ ধরে ধর্ষণ। রামপ্রসাদের স্ত্রী সম্প্রতি বাপের বাড়ি যাওয়ায় সেই সুযোগে পরিচারিকাকে কুপ্রস্তাব দেন ওই বিজেপি নেতা। প্রস্তাবে রাজি না হওয়ায় জোর করে এক সপ্তাহ ধরে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেয় অভিযুক্ত। স্বাভাবিকভাবেই ভয়ে কাউকে কিছু জানাননি নির্যাতিতা। এর মধ্যেই অসুস্থ হয়ে পড়েন ওই পরিচারিকা। বাড়ির লোকজনেরা হাসপাতালে নিয়ে গেলে প্রকাশ্যে আসে গোটা ঘটনা। মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ওই বিজেপি নেতাকে গ্রেফতার করেছে মাটিয়া থানার পুলিশ। অভিযুক্ত নেতার স্ত্রীও এলাকার সক্রিয় বিজেপিকর্মী।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি অভিযুক্ত ওই বিজেপি নেতার। সবটাই রাজনৈতিক চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। দাবি রামপ্রসাদের। পুলিশ সূত্রে খবর, মহিলার শারীরিক পরীক্ষা করা হচ্ছে। ঘটনার তদন্তও শুরু হচ্ছে। অভিযোগ সত্য বলে প্রমাণিত হলে অভিযুক্ত শাস্তি পাবেই। একইভাবে অভিযোগ মিথ্যে প্রমাণিত হলে নির্যাতিতার বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে বলেই জানিয়েছেন তদন্তকারীরা।
Comments are closed.