মুখ্যমন্ত্রীর আঁকা ছবি নিয়ে কটাক্ষ অনুপম হাজরার
শোভাঞ্জন দাশগুপ্ত
বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আর মাত্রা কয়েকটা দিন। আর সেইমতো বিভিন্ন পুজো মণ্ডপে প্রতিমা উদ্বোধনের ব্যস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই দক্ষিণ কলকাতায় ১৭টি প্রতিমার উদ্বোধন করেন তিনি। একইসঙ্গে বিভিন্ন মণ্ডপে গিয়ে রঙ-তুলি নিয়ে ছবি আঁকেনও তিনি। সেরকমই মুখ্যমন্ত্রীর আঁকা একটি ছবি নিয়ে কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা।
শিল্পী: শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় !!!
Painting'এর Theme: "সবুজ ঘাস ফুলের উপরে গেরুয়া পদ্মের নৃত্য " !!!
শিল্পীকে বিশেষ ধন্যবাদ, আগামী 2021'শের ফলাফল অনুমান করে, এই বিশেষ ছবি কে আগাম উপস্থাপন করার জন্য !!! pic.twitter.com/e0Gjjq4FCD— Anupam Hazra (Dr. Anupam Hazra) (@tweetanupam) October 18, 2020
অনুপম হাজরা ট্যুইট করে লেখেন, “শিল্পী: শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়! পেইন্টিংয়ের থিম: ‘সবুজ ঘাসফুলের উপরে গেরুয়া পদ্মের নিত্য’! শিল্পীকে অশেষ ধন্যবাদ, আগামী ২০২১-এর ফলাফল অনুমান করে এই বিশেষ ছবিকে আগাম উপস্থাপন করার জন্য!”
উল্লেখ্য, প্রাক্তন সাংসদ অনুপম হাজরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই বিতর্কিত কথা বলে খবরের শিরোনামে থেকেছেন বারবার। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীকে নিশানা করে অনুপম বলেছিলেন, ”আমার করোনা হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরব।” সেই কথায় রাজ্যজুড়ে বিতর্কের সৃষ্টি হয়। বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি মুকুল রায় পর্যন্ত বলতে বাধ্য হন, “দায়িত্বশীল নেতাদের বুঝেশুনে কথা বলতে হয়।”
Comments are closed.