হালিশহরে পিটিয়ে ‘খুন’ বিজেপি কর্মী, ধৃত তিন জনের ১৪ দিনের পুলিশ হেফাজত
নিজস্ব সংবাদদাতা: ‘গৃহ সম্পর্ক অভিযান’ চলাকালীন খুন হওয়া বিজেপি কর্মীর মৃত্যুতে উত্তপ্ত পরিস্থিতি হালিশহরে। মৃত বিজেপি কর্মী সৈকত ভাওয়ালকে পিটিয়ে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এই অভিযোগে বীজপুর থানা ঘেরাও করল বিজেপি। থানার সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। পুলিশ বিক্ষোভ তুলতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ লাঠি উঁচিয়ে বিজেপি কর্মীদের তাড়া করলে পরিস্থিতি শান্ত হয়। তবে শাসক দলের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে খুন হয়েছেন সৈকত ভাওয়াল।
এদিকে বিজেপি কর্মী খুনের ঘটনায় গ্রেফতার তিন অভিযুক্ত। ধৃতদের নাম সুদীপ্ত ঘোষ ওরফে রাইডার বাবাই, সোমনাথ গাঙ্গুলি ওরফে কেলে সোমনাথ এবং সুমন সাহা ওরফে লাচা। ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
Comments are closed.