পাঁশকুড়া বিনয় বাদল দীনেশ সংঘের উদ্যোগে খাদ্য সামগ্রী বিলি

নিজস্ব সংবাদদাতা: রবিবার পাঁশকুড়ার নারান্দায় বিনয় বাদল দীনেশ সংঘের উদ্যোগে দুঃস্থ মানুষজনদের খাদ্য সামগ্রী বিলি করা হল। মূলত করোনা আক্রান্ত পরিবার ও এই করোনাকালে লকডাউনে কাজ হারিয়েছেন এমন একশোটি পরিবারের সদস্যদের হাতে আলু, পেঁয়াজ, কুমড়ো, কুঁদরি, পটল, মুড়ি, চিনি, সয়াবিন, সাবান, সুজি, চিড়া, বিস্কুট প্রভৃতি বিভিন্ন খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
পাশাপাশি আগামী দিনে সাধ্যমতো ওই সমস্ত দুঃস্থ ও অসহায় পরিবার গুলির পাশে দাঁড়াবেন বলে জানান সংগঠনের কর্মকতা মলয় পাল ও দীপক সেনগুপ্ত।
Comments are closed.