Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বিজেপি কথা রাখেনি, মমতাকেই মুখ্যমন্ত্রী পদে দেখতে চাই : বিমল গুরুং

নিজস্ব সংবাদদাতা : একুশের ভোটে তৃণমূলের সঙ্গে জোটের ঘোষণা করলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। অজ্ঞাতবাস ছেড়ে প্রকাশ্যে কলকাতায় এসে সাংবাদিক সম্মেলন করে জানালেন, ‘বিজেপি এবং নরেন্দ্র মোদি-অমিত শাহ গোর্খাল্যান্ড নিয়ে প্রতিশ্রুতি পূরণ করেননি। গোর্খাল্যান্ড ইস্যুতে এতদিন বিজেপির সঙ্গে ছিলাম। কথা দিয়েও কথা রাখেননি কেউই। তাই আমি আজ এই মুহূর্ত থেকে এনডিএ ছাড়ছি। একুশের ভোটে আমরা তৃণমূলের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়ব।’

- Sponsored -

এদিন আচমকাই সল্টলেকের গোর্খা ভবনে বিকাল পৌনে পাঁচটা নাগাদ বিমল গুরুং হাজির হন। তবে গোর্খা ভবন না খোলায় গেটে অপেক্ষা করে সোজা চলে যান ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে। ৩ বছর গুরুং ফেরার থাকার পর হঠাৎ কলকাতায় হাজির হওয়াকে অনেকেই অন্য চোখে দেখছেন। সাংবাদিক বৈঠক করে বিমল গুরুং বলেন, ‘রাজনীতিতে কেউ চিরশত্রু না বা চিরবন্ধু নয়। বিজেপি কথা দিয়ে রাখেনি। ওঁদের সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চাই না। একুশের ভোটে তৃণমূলের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়ব। বিজেপিকে কড়া জবাব দেব। আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদে দেখতে চাই। ওনার উপর ভরসা আছে।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.