চকবাজারে সভা বিমল গুরুংয়ের, বিজেপিকে পাহাড় থেকে উৎখাতের ডাক

নিজস্ব সংবাদদাতা: রবিবার দার্জিলিংয়ের চকবাজারের মোটর স্ট্যান্ডে আয়োজিত জনসভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন বিমল গুরুং। অমিত শাহ থেকে কৈলাস বিজয়বর্গীয়– কেউই বাদ পড়ল না তাঁর হুঁশিয়ারি থেকে। পাহাড়ের তিনটি বিধানসভা আসনে তৃণমূলকে বিপুল ভোটে জয়ী করার প্রতিশ্রুতি দিয়ে বিমল গুরুং বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে ঝাঁজরা করে দেব।’
পাশাপাশি বিনয় তামাং, অনিত থাপাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিমল গুরুং বলেন, ‘ক্ষমতা থাকলে মিথ্যা কথা না বলে সতেরো আঠারোটা আসন মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে দেখাক। ‘ হুঁশিয়ারি দিয়ে গুরুং আরও বলেন, ‘আগামী পনেরো দিনের মধ্যে বিনয় তামাং ও অনিত থাপাকে পাহাড় ছাড়তে হবে।’
উল্লেখ্য সাড়ে তিন বছর পর পাহাড়ে পা রেখে বিমল গুরুং জানান দিলেন তিনি কেন এখনও পাহাড়ের জনপ্রিয় নেতা। তাঁর পাহাড়ে ফেরা নিয়ে কর্মী-সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ত্রিবর্ণ পতাকায় সেজে ওঠে দার্জিলিংয়ের চকবাজার। নাচ গান ব্যান্ড পার্টির আওয়াজে কার্যত উৎসবের মেজাজ নেয় চকবাজার। এদিনের সভা মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন বিমল গুরুং, রোশন গিরি-সহ অন্যান্য নেতারা। সভাশেষে পাতলেবাসে নিজের বাড়িতেই ফিরে যান বিমল গুরুং।
Comments are closed.