Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বড় সাফল্য এনআইএ-র, বাংলা-কেরল থেকে গ্রেফতার ৯ আল কায়দা জঙ্গি!

নিজস্ব সংবাদদাতা : জঙ্গিযোগে ফের উঠে এল পশ্চিমবঙ্গের নাম। কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ ও স্বরাষ্ট্র দফতর সন্দেহ কিছুদিন আগেই জানিয়েছিল পশ্চিমবঙ্গ জঙ্গি ডেরার নিরাপদ স্থান। সেই আশঙ্কাই সত্যি করে শনিবার ভোরে মুর্শিদাবাদ থেকে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-এর জালে ধরা পড়ল আল কায়দার ৬ সন্ত্রাসবাদী। একইসঙ্গে কেরলের এর্নাকুলাম থেকে গ্রেফতার ৩ আল কায়দা সদস্য।

- Sponsored -

এনআইএ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ৯ জঙ্গিকে ট্রেনিং দিত পাকিস্তানে থাকা আল কায়দার মাথারা। নির্দেশ ছিল রাজধানী শহর দিল্লি-সহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় হামলা চালিয়ে নিরীহ মানুষদের হত্যা করার। ধৃত ৯ জঙ্গির কাছ থেকে বিপুল পরিমাণে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস), জিহাদি বইপত্র, ধারালো অস্ত্র, দেশী বন্দুক, স্থানীয় ভাবে তৈরি একটি বুলেটপ্র‌ুফ জ্যাকেট এবং বিস্ফোরক বানানোর পদ্ধতি নিয়ে লেখা একাধিক বই পাওয়া গিয়েছে।

সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের ডোমকল, জলঙ্গি এবং জঙ্গিপুরের ১১টি জায়গায় তল্লাশি চালায় এনআইএ। তল্লাশি চালানো হয় সামশেরগঞ্জ এবং মালদায়। ধৃতদের মধ্যে ডোমকল এবং জলঙ্গি থেকে গ্রেফতার করা হয়েছে নাজমুস সাকিব, আবু সুফিয়ান, মইনুল মণ্ডল, লিউ ইয়ান আহমেদ, আল মামুন কামাল এবং আতিউর রহমানকে। অন্যদিকে, কেরলের এর্নাকুলাম থেকে গ্রেফতার করা হয়েছে মুরশিদ, ইয়াকুব আর মোসারফকে। এনআইএ সূত্রে খবর, পশ্চিমবঙ্গে ধৃত ৬ জনকে এদিন দুপুরেই কলকাতায় এনআইএ-র বিশেষ আদালতে পেশ করা হবে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জাতীয় তদন্তকারী সংস্থা জানার চেষ্টা করবে গোটা দেশে আর কোথায় কোথায় এই চক্রের জাল আছে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.