Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ডেঙ্গু সচেতনতায় মেদিনীপুর পুরসভার উদ্যোগে সাইকেল র‍্যালি

নিজস্ব সংবাদদাতা : ডেঙ্গু সচেতনতা প্রচারে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হল মেদিনীপুর পুরসভার উদ্যোগে। সাইকেল নিয়ে পথে নামলেন এসডিও, ডিএসপি-সহ পুরসভার আধিকারিকগণ। এছাড়াও র‍্যালিতে অংশ নিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। সব মিলিয়ে শতাধিক সাইকেল আরোহী এই র‍্যালিতে যোগ দেন।

- Sponsored -

শনিবার সকালে মেদিনীপুর পুরসভার উদ্যোগে সাইকেল র‍্যালি মেদিনীপুর কলেজ গেট থেকে শুরু হয়ে পঞ্চুর চক, গান্ধি মোড়, এলআইসি মোড়, কেরানিটোলা, বটতলা চক, গোলকুঁয়ার চক পরিক্রমা করে পুনরায় মেদিনীপুর কলেজ গেটে এসে শেষ হয়। গোটা রাস্তা সাইকেল চালিয়ে এই র‍্যালিতে অংশ নেন পৌর প্রশাসক তথা সদর মহকুমা শাসক দীননারায়ণ ঘোষ, ডিএসপি অ্যাডমিনিস্ট্রেশন সব্যসাচী সেনগুপ্ত, পুরসভার নির্বাহী আধিকারিক মদনমোহন দে, অর্থ আধিকারিক কৌশিক রাণা, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য নির্মাল্য চক্রবর্তী-সহ পুরসভার অন্যান্য কর্মচারীরা।

র‍্যালিতে স্বসহায়ক দলের প্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও যোগ দেন। অংশ নিয়েছিলেন মেদিনীপুর ক্যুইজ কেন্দ্র, সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, জঙ্গলমহল উদ্যোগ, সমব্যথী, দুঃস্থের ছায়া, দিশারী ফাউন্ডেশন, মেদিনীপুর ছাত্রসমাজ, সূর্যাস্তের হাট, সংকল্প ফাউন্ডেশন, মেদিনীপুর ফোটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন, নীলাম্বর ফাউন্ডেশন-সহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন মণিকাঞ্চন রায়, সুদীপ কুমার খাঁড়া, সুব্রত মহাপাত্র, সুশান্ত ঘোষ, নরসিংহ দাস, ওয়াসিম আহমেদ, সেখ ইসমাইল, অভ্রজ্যোতি নাগ, ফকরুদ্দিন মল্লিক, পিণ্টু সাউ, গৌতম দেব, অঞ্জন ঘোষ, রাজেশ পাত্র, পীযূষ রানা-সহ অন্যান্য সমাজসেবী ও সমাজকর্মীরা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.