মৌসুনি দ্বীপে আমফানে ক্ষতিগ্রস্তদের পাশে ভারত সেবাশ্রম সংঘ
নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ ২৪পরগনার মৌসুনি দ্বীপের আমফানে ক্ষতিগ্রস্ত গরিব মানুষজনদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করল ভারত সেবাশ্রম সংঘ (Bharat Sevashram Sangha)। ৩৫০টি পরিবারের হাতে ১ কেজি চাল, ১ কেজি মুসুর ডাল, ১ লিটার সর্ষের তেল, ২ প্যাকেট বিস্কুট, ১ প্যাকেট সোয়াবিন-সহ অন্যান্য দ্রব্যাদি তুলে দেওয়া হল। একাজে বিশেষ সহায়তা করেছে কানাডার হিন্দু সোসাইটি অফ অটওয়া।
মৌসুনি দ্বীপে (Mausuni Island) চারটি মৌজা। মৌসুনি, বাগডাঙা, কুসুমতলা এবং বালিয়াড়া। আমফানে সব কটি কমবেশি ক্ষতিগ্রস্ত। সরকারি নথি অনুসারে দ্বীপে মোট বাড়ির সংখ্যা ৪ হাজার ৬৫৯ ৷ এই সব বাড়ির মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজার বাড়ি। মৌসুনি দ্বীপ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে এই এলাকার মানুষরা কিছুটা হলেও সরকারি সুযোগ-সুবিধা থেকে প্রায় বঞ্চিত বললেই চলে। সাধারণ মানুষ অভিযোগ করেন, এখনও পর্যন্ত তারা আমফান ঝড়ের ক্ষতিপূরণ পাননি। নদী বাঁধ ভেঙে গিয়ে সমুদ্রের লবণাক্ত জল ঢুকে চাষের জমি ক্ষতি করছে, পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। চাষবাসের ক্ষতি হওয়ার ফলে এখানকার মানুষেরা অনেকটাই সমস্যার মুখে আছেন। আর এই সমস্ত এলাকার মানুষদের সমস্যার কথা শুনে এগিয়ে এসেছে ভারত সেবাশ্রম সংঘের বালিগঞ্জের প্রধান কার্যালয়ের সন্ন্যাসীরা। এদিন মূলত শুকনো খাবার তুলে দেওয়া হল। একই সঙ্গে সকলকে করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে চলারও পাঠ দিয়েছেন তাঁরা।
Comments are closed.