নভেম্বরেই ‘বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’, টিসিএম-সিএবি চুক্তি
অমিয় রায়
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ‘বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’ প্রতিযোগিতা। রবিবার সিএবিতে মউ চুক্তি স্বাক্ষরিত হল। ৬ দলীয় এই প্রতিযোগিতায় গতবছর সিএবির টুর্নামেন্টে খেলা প্রতিটি দল তাদের ৮ জন করে ক্রিকেটারদের রাখতে পারবে। বাকি ক্রিকেটারদের ড্রাফটিংয়ের মাধ্যমে নিতে হবে। করোনা পরিস্থিতির উপর আবারও ২২ গজে বল গড়াবে কলকাতা ক্রিকেট ময়দানে। ছন্দে ফিরতে চলেছে বাংলার ক্রিকেট। আইপিএলের ধাঁচে টুর্নামেন্ট করবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। সেই খবর আগেই প্রকাশ পেয়েছিল।
প্রত্যাশা মতো সেই টুর্নামেন্ট নিয়েই বাকি কাজ শুরু করে দিল সিএবি। সম্ভবত ২৮ নভেম্বর থেকে আয়োজন হতে চলেছে এই টুর্নামেন্ট। নাম দেওয়া হচ্ছে বেঙ্গল টি২০ চ্যালেঞ্জ। সেই নিয়ে এবার মউ-চুক্তি সাক্ষর করে ফেলল সিএবি। টিসিএম বলে একটি বেসরকারি সংস্থার সঙ্গে এই কর্পোরেট টুর্নামেন্ট করার জন্য সাক্ষর হল সিএবির। রবিববারই ইডেন গার্ডেন্স সিএবিতে স্বাক্ষরিত হল প্রাথমিক মউ চুক্তি। ক্রিকেটারদের হোটেলের মধ্যে বায়ো বাবলে রেখে খেলানোর জন্য কথাও এগিয়ে গিয়েছে সিএবির তরফে। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ক্রিকেটারদের কোয়ারান্টিন সহ হোটেলে রাখার ব্যবস্থাও করতে চলেছে সিএবি। অতীতে ফুটবল আইলিগ কোয়ালিফায়ার আয়োজনকারী আইএফএ-র থেকে বায়ো বাবল নিয়ে বিভিন্ন খুটি-নাটি যেনে নিয়েছিলেন সিএবির কর্মকর্তারা। এই টুর্নামেন্টও সেই ভাবেই করার কথা ভেবেছে বঙ্গ ক্রিকেট সংস্থা। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া এই বিষয় নিয়ে বলেন, ‘এখন প্রাথমিক মউ চুক্তি সই হয়েছে। খুব তাড়াতাড়ি বাকি কাজটা আমরা করে ফেলবো। ধীরে-ধীরে সব কিছু প্রকাশ পাবে সিএবির তরফে।’
আইপিএলের মতো টি ২০ ফরম্যাটের পাশাপাশি এই টুর্নামেন্ট খেলা হবে ডে-নাইট।
কিছু ম্যাচ হতে পারে দিনের আলোয়। তবে সেটা ঠিক হবে চূড়ান্ত সূচি ঘোষণার পরই। ইডেন গার্ডেন্সেই হবে সবকটি ম্যাচ। থাকবে বিনোদনের ব্যবস্থাও। আইপিএল এর ধাঁচে খেলা চলাকালীন মাঠে রেকর্ডিং করে রাখা সমর্থকদের উল্লাস, গান-বাজনা সহ বিভিন্ন বিনোদনও থাকতে চলেছে এই টুর্নামেন্টে। খেলা দেখানো হতে পারে টিভিতেও। এমনটাও কথা চলছে। তবে সম্প্রচারকারী সংস্থার সঙ্গে সেটা চূড়ান্ত হবে আরও কিছুদিন পরেই।
Comments are closed.