২৪ নভেম্বর থেকে ইডেনে টি-২০ চ্যালেঞ্জ
অমিয় রায়
দীর্ঘ প্রায় আট মাস পর কলকাতা ময়দানে ফিরছে ক্রিকেট। ক্রিকেট ফেরাতে ২৪ নভেম্বর থেকে সিএবি ছয় দলের বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জ শুরু করতে চলেছে। প্রতিদিন খেলা হবে দুটি করে ম্যাচ। গত মরসুমের সিএবি ক্লাব টুর্নামেন্টের ‘এ’ গ্রুপের চার দল ও ‘বি’ গ্রুপের ২ দল নিয়ে এই টুর্নামেন্ট হবে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, টাউন, তপন মেমোরিয়াল, কালীঘাট ও কাস্টমস এই ছয়দল অংশ নিচ্ছে। প্রতিটি ম্যাচ খেলা হবে ইডেনেই। প্রতিটি দল আইপিএলের ধাঁচে একে-অপরের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে।
গতবারের ছয় দল থেকে প্রথমে ৪২ জন মারকিউ প্লেয়ারকে বেছে নেয় সিএবি। ৬ দলে ৭ জন করে মারকিউ ক্রিকেটার খেলবেন। এরপর ড্রাফটিংয়ের জন্য ২০০ জন প্লেয়ারকে বেছে নেওয়া হয়। ওই ২০০ জন ক্রিকেটারকে নিয়ে মঙ্গলবার কলকাতার এক পাঁচতারা হোটেলে ড্রাফটিং করে সিএবি।
সেই ২০০ জনের মধ্যে থেকে এদিন ৭২ জন ক্রিকেটারকে ৬ দলের জন্য নির্বাচন করা হয়। প্রত্যেক দলে ১৫ জন ক্রিকেটারকে রাখা হয়েছে, সঙ্গে থাকছেন ৪ জন করে স্ট্যান্ডবাই ক্রিকেটার। ফলে দীর্ঘদিন পর ক্রিকেটের নন্দনকাননে ক্রিকেট ফেরার অপেক্ষায় বাংলার ক্রীড়াপ্রেমীরা।
Comments are closed.