Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ইনডোর ট্রেনিং শুরু বাংলার ক্রিকেটারদের

অমিয় রায়

সরকারের অনুমতি মিলতেই সোমবার থেকে শুরু হয়ে গেল বাংলার ক্রিকেটারদের প্রশিক্ষণ। তবে এখন শুধুমাত্র জিম ও ফিটনেস ট্রেনিংই করতে পারবেন ক্রিকেটাররা। যে সব ক্রিকেটারদের নিজস্ব গাড়ি আছে, কেবলমাত্র তাঁরাই ট্রেনিংয়ে অংশ নিতে পারবেন। এদিন ট্রেনার সঞ্জীব সাহার নেতৃত্বে সিনিয়র বাংলার দলের ১৫ জন ক্রিকেটার ও ১৪ জন মহিলা ক্রিকেটার প্রশিক্ষণে অংশ নেন। চারজন করে ছোট-ছোট দলে ক্রিকেটারদের ভাগ করে ইডেনে ট্রেনিং করানো হয়।

- Sponsored -

 

উল্লেখ্য এর আগে গত বুধবার সিএবিতে করোনা পরীক্ষা করা হয় সিনিয়র বাংলার ক্রিকেটারদের। মোট ৬৩ জনের করোনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ২১ জন সিনিয়র বাংলার ক্রিকেটার ও ১৬ জন মহিলা ক্রিকেটার ছিলেন। প্রথমে সিএবি-র মহিলা ক্রিকেটারদের পরীক্ষা করা হয়। এরপর পুরুষ ক্রিকেটারদের পরীক্ষা করা হয়। এরপর সিএবি এর আম্পায়ার, সাপোর্ট স্টাফ ও কর্মকর্তাদের করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সঙ্গে সঙ্গে ওই দিনই হাতে রিপোর্ট আসে। করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে মুকেশ কুমার ও শ্রেয়াণ চক্রবর্তীর।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.