Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

হাতরাসের ঘটনায় গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা : হাতরাসের দলিত মেয়ের উপর নৃশংস অত্যাচার এবং হাসপাতালে টানা লড়াইয়ের পর মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুটছে গোটা দেশ। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে দেশজুড়ে যোগী আদিত্যনাথ সরকারকে বিঁধছেন বিরোধীরা। এরই সঙ্গে গণধর্ষণ কাণ্ডে মৃত ওই তরুণীর দেহ পরিবারের অমতে বলপূর্বক দাহ করে দেয় উত্তরপ্রদেশ পুলিশ। যা নিয়ে ক্ষোভের মাত্রা আরও বেড়েছে দেশজুড়ে। উত্তরপ্রদেশ পুলিশের এহেন কাজে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

- Sponsored -

এদিন মুখ্যমন্ত্রী ট্যুইটে লেখেন, “হাতরাসের পাশবিক ও লজ্জাজনক ঘটনার নিন্দা জানানোর কোনও ভাষা খুঁজে পাচ্ছি না। মৃতার পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল। আরও লজ্জার বিষয়, যেভাবে পরিবারের অমতে জোর করে মৃতার দেহ দাহ করেছে পুলিশ তাতে ভোটব্যাঙ্কের রাজনীতি করা ব্যক্তিদের মুখোশ খুলে দিয়েছে।”

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর নিজের গ্রামে চার দুষ্কৃতীর দ্বারা ধর্ষিত হন তরুণী। তাঁকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করা হয়। পরের দিন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় আলিগড়ের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক পরিস্থিতির অবনতি হলে সেখান থেকে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। মঙ্গলবার হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াইয়ে শেষমেশ হার মানেন তরুণী।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.