Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

গুরুপূর্ণিমায় একদিনের জন্য খুলছে বেলুড় মঠ, করোনাবিধি মেনে ভক্তদের প্রবেশাধিকারের অনুমতি

নিজস্ব সংবাদাতা : ২৪ জুলাই গুরু পূর্ণিমাতে একদিনের জন্য বেলুড় মঠ খোলার সিদ্ধান্ত নিল মঠ কর্তৃপক্ষ। বুধবার এক ভিডিও বার্তায় মঠের পক্ষ থেকে স্বামী জ্ঞানব্রতানন্দ মহারাজ জানান, ‘আগামী গুরু পূর্ণিমার দিনে সমস্ত ভক্ত ও দর্শনার্থীদের জন্য মঠের দরজা খুলে দেওয়া হবে। ওই উক্ত দিনে মঠের সমস্ত ভক্ত ও দর্শনার্থীরা মঠের মন্দিরে প্রবেশ করতে পারবেন।’ তিনি আরও জানান, ‘ওই দিন সকাল ৭ টা ৩০ মিনিট থেকে শুরু করে বেলা ১১টা অবধি খোলা থাকবে মঠ। বিকেলে আবার ৪টা থেকে ৫টা ৩০ মিনিট অবধি খোলা থাকবে। তবে মন্দিরে প্রবেশ করতে পারলেও সমস্ত সন্ন্যাসী মহারাজদের সঙ্গে সাক্ষাৎকার বন্ধ রাখা হবে। মঠের মহারাজেরা ভিডিও বার্তার মাধ্যমে ভক্ত ও দর্শনার্থীদের জন্য আশিস পাঠাবেন।’

- Sponsored -

গুরুপূর্ণিমার দিনে মঠের ভিতরে বৈদিক মন্ত্র ও স্তোত্র পাঠ, ভজন, শ্রীশ্রী মা ও অন্যান্য স্বামীজীদের বক্তব্য পাঠ প্রভৃতি ধর্মীয় অনুষ্ঠান ভার্চুয়ালি শোনানোর ব্যবস্থা করা হবে। পাশাপাশি বেলুড় মঠের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত করা হবে। স্বামী জ্ঞানব্রতানন্দ মহারাজ আরও জানান, ‘রাজ্যে বিশেষ কোভিডবিধি জারি থাকার জন্য শুধুমাত্র মূল মন্দিরে প্রবেশ ও প্রণাম করতে পারবেন বেলুড় মঠে আগত ভক্ত ও দর্শনার্থীরা।’

প্রসঙ্গত গত ২২ শে এপ্রিল করোনা অতিমারীতে রামকৃষ্ণ মিশন ও বেলুড় মঠের আবাসিক সন্ন্যাসী ও ভক্তদের সুরক্ষার কথা মাথায় রেখে  সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় মঠ। তাই দীর্ঘদিন বন্ধ থাকার পরে একদিনের জন্য বেলুড় মঠ খোলার সিদ্ধান্তের খবর পেয়ে খুশি ভক্ত ও দর্শনার্থীরা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.