ইউরোয় দুরন্ত লুকাকু, রাশিয়াকে ৩-০ গোলে হারাল বেলজিয়াম

নিজস্ব সংবাদদাতা : ইউরো কাপে গ্রুপ বি-র দ্বিতীয় ম্যাচে অপ্রতিরোধ্য বেলজিয়াম। রাশিয়াকে ৩-০ গোলে কার্যত উড়িয়ে দিল রোমেলু লুকাকু, ইডেন হ্যাজার্ডরা। ১০ মিনিটে রোমেলু লুকাকু, ৩৪ মিনিটে টমাস ম্যুনিয়ের এবং ৮৮ মিনিটে ফের রোমেলু লুকাকু রাশিয়ার জালে বল ঢোকান।
ম্যাচের ১০ মিনিটেই লুকাকুর গোলে বেলজিয়াম এগিয়ে যাওয়ার পর ৩৪ মিনিটে থরগান হ্যাজার্ডের মাপা ক্রস আটকাতে গিয়ে বল সামনে থাকা টমাস ম্যুনিয়েরের পায়ের কাছে ফেলে দেন রাশিয়ার গোলকিপার আন্তোন শুনিন। গোল করে ব্যবধান বাড়ান ম্যুনিয়ের। ২-০ গোলে লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে বেলজিয়াম। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৮৮ মিনিটে ম্যুনিয়েরে পাস থেকে আবারও গোল করেন লুকাকু। বেলজিয়ামের হয়ে গত ১৫টি প্রতিযোগিতামূলক ম্যাচে ১৯টি গোল হয়ে গেল লুকাকুর। সবমিলিয়ে দাপুটে ফুটবল উপহার দিয়ে ইউরো মিশন শুরু করল অন্যতম শিরোপার দাবিদার বেলজিয়াম।
Comments are closed.