থোগান হ্যাজারের অনবদ্য গোল! খেলল পর্তুগাল, জিতল বেলজিয়াম
সাম্যজিৎ ঘোষ
ফুটবলে জয় পেতে সবচেয়ে জরুরি হল গোল। এই ব্যাকরণ মেনেই ইউরো কাপের শেষ ১৬-র লড়াইয়ে পর্তুগালকে হারিয়ে দিল বেলজিয়াম। ঘটনাবিহীন প্রথমার্ধে থোগান হ্যাজারের অনবদ্য গোলে স্বপ্নভঙ্গ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। প্রায় ২৫ গজ দূর থেকে হ্যাজারের ডান পায়ের বাঁক খাওয়ানো শটে বল জালে জড়িয়ে ফয়সালা হয়ে গেল ম্যাচের। ৪৩ মিনিটে হ্যাজারের গোলে রবার্তো মার্টিনেজের দল পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে।
Romelu Lukaku & Cristiano Ronaldo share a moment. Respect. @RomeluLukaku9 🤜🤛 @Cristiano #EURO2020 pic.twitter.com/15AjggXUd4
— UEFA EURO 2020 (@EURO2020) June 27, 2021
এরপর রোনাল্ডোদের ঢেউয়ের মতো আক্রমণ কাজে এল না গোল না করতে পারার জন্য। ছোট ছোট পাসে বা উইং দিয়ে আক্রমণের আছড়ে পড়ল লুকাকুদের গোলমুখে। একবার বারে লেগে ফিরল বল। রোনাল্ডো নিজে দু’বার ফ্রিকিক থেকে চেষ্টা করলেন। কিন্তু এদিনটা তাঁর ছিল না। ফলে শেষ ১৬তেই ছিটকে গেল গতবারের চ্যাম্পিয়নরা। ৩২ বছর পর পর্তুগালের বিরুদ্ধে জয় পেল বেলজিয়াম। এরপর তাদের সামনে ইতালি।
Comments are closed.