দৃষ্টিনন্দন ফুটবল কেভিন দ্য ব্রুইনের, ডেনমার্ককে হারাল বেলজিয়াম

নিজস্ব সংবাদদাতা : কোপেনহাগেনে ঘরের মাঠে দৃষ্টিনন্দন ফুটবল খেলে ডেনমার্কের বিরুদ্ধে জয় পেল বেলজিয়াম। খেলার ফল ২-১। শুরুতেই ডেনমার্ককে এক গোলে এগিয়ে দিয়েছিলেন ইউসুফ পউলসেন। ১ মিনিট ৩৯ সেকেন্ডে করা পউলসেনের গোলটিই এখনও পর্যন্ত এবারের দ্বিতীয় দ্রুততম গোল।
❤️ Denmark and Belgium unite to show their support for Christian Eriksen.#EURO2020 pic.twitter.com/jaaTpCNA3n
— UEFA EURO 2020 (@EURO2020) June 17, 2021
কোপেনহাগেনে এদিন বেলজিয়াম-ডেনমার্ক ম্যাচ স্মরণীয় হয়ে থাকল। ম্যাচের ১০ মিনিটে মিনিট খানেকের মতো খেলা বন্ধ থাকল। অসুস্থ ড্যানিশ তারকা ক্রিশ্চিয়ান এরিকসেনের আরোগ্য কামনায় প্রার্থনা করলেন দু’দলের ফুটবলার এবং স্টেডিয়াম ভর্তি দর্শকেরা। এরিকসেনের নাম ও ১০ নম্বর লেখা বিশাল জার্সি ও পোস্টার মাঠে আনা হয়। পোস্টারে লেখা ‘দ্রুত সুস্থ হও এরিকসেন’। মাঠজুড়ে তখন এরিকসেনের আরোগ্য কামনায় হাততালি ফুটবলার-রেফারি-দর্শকদের।
দ্বিতীয়ার্ধে তেড়েফুঁড়ে খেলতে শুরু করে বেলজিয়াম। দ্বিতীয়ার্ধে শুরুতেই কেভিন দ্য ব্রুইনকে নামান কোচ মার্তিনেস। ৫৪ মিনিটে ডেনমার্ক বক্সে লুকাকুর সঙ্গে পাস খেলে উঠে আসেন দ্য ব্রুইন। তাঁর বাড়ানো পাস থেকেই গোল করে ১-১ করেন থরগান অ্যাজার। এরপর ৭০ মিনিটে ব্রুইনের গোল। তাঁর বাঁ পায়ের জোরালো শটে ডেনমার্কের গোলকিপার ক্যাসপার স্কেমিশেলকে পরাস্ত করে ২-১ গোলে এগিয়ে যায় বেলজিয়াম। শেষ ২০ মিনিট কোনও দলই আর গোল করতে পারেনি।
Comments are closed.