বাতিল হতে পারে চলতি বছরের সমস্ত ঘরোয়া টুর্নামেন্ট
সৌরভ রায়
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, চলতি মরশুমে রঞ্জি ট্রফি, দেওধর, দলীপ ট্রফির মতো টুর্নামেন্টগুলো আর আয়োজন করতে চাইছে না বোর্ড। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই নাকি এই সিদ্ধান্ত। ইতিমধ্যে এই নিয়ে আলোচনাও শুরু হয়েছে বিসিসিআইয়ের অন্দরে। এমনকী রাজ্য সংস্থাগুলোর সঙ্গেও কথা চলছে। বোর্ডের এক আধিকারিককে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, কিছু রাজ্যের অবস্থা খারাপ। আর কিছু কিছু রাজ্যের অবস্থা খুবই সঙ্গীন। হু হু করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে যেখানে আগামীকাল কী হবে, তারই ঠিক নেই! কীভাবে তিন-চারমাসের টুর্নামেন্ট আয়োজন করা হবে?
বোর্ডের ওই কর্তা আরও বলেন, ‘‘প্রথমে রাজ্য সরকারের অনুমতি লাগবে। তারপর যে শহরে খেলা হবে, তার স্থানীয় প্রশাসনের অনুমতি প্রয়োজন। এরপর সমস্ত কিছু মিটলে রঞ্জির ৩৭টি দল, পাঁচটি দলীপ ট্রফির দল এবং অন্যান্য টুর্নামেন্টের প্রত্যেকটি দলের জন্য জৈব সুরক্ষা বলয়ের ব্যবস্থা করা, এককথায় অসম্ভব। এর সঙ্গে আবার যাতায়াতের ব্যবস্থা করতে হবে। যা খুবই কঠিন ব্যাপার।’’
Comments are closed.