Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

আফগান ক্রিকেটারদের আইপিএল ভবিষ্যৎ, নজর রাখছে বিসিসিআই

সাম্যজিৎ ঘোষ

আফগান ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণ নিয়ে বড় সংশয় তৈরি হয়ে গেল। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন আফগানিস্তান। এই অবস্থাতে দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটার, বিশেষ করে রশিদ খান, মহম্মদ নবিদের আসন্ন আইপিএলের দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করা নিয়ে সঙ্কট তৈরি হয়েছে। বর্তমানে গোটা আফগানিস্তান তালিবান দখলে চলে গিয়েছে। প্রেসিডেন্ট আশরাফ গনি পাড়ি দিয়েছেন তাজিকিস্তানে। অন্যদিকে রশিদ, নবির মতো তারকা ক্রিকেটাররাও আফগানিস্তানে নেই। হান্ড্রেড টুর্নামেন্ট খেলতে ব্যস্ত ইংল্যান্ডে। রশিদ এবং নবি খেলছেন যথাক্রমে ট্রেন্ট রকার্স এবং লন্ডন স্পিরিট দলের জার্সিতে। বিসিসিআই যদিও রাজনৈতিক পালাবদল সত্ত্বেও আইপিএলে আফগান ক্রিকেটারদের অংশহগ্রহণ নিয়ে আশাবাদী।

- Sponsored -

সংবাদসংস্থা পিটিআই-কে বোর্ডের এক শীর্ষকর্তা জানিয়েছেন, ‘এখনই তাড়াহুড়ো করে মন্তব্য করা ঠিক হবে না। তবে আমরা গোটা পরিস্থিতির দিকে নজর রাখছি। আশা করছি রশিদ-সহ বাকি আফগান ক্রিকেটাররা আইপিএলে খেলবে।’

অগস্টের ২১ তারিখ হান্ড্রেড টুর্নামেন্ট শেষ হচ্ছে। তারপরে রশিদরা ইংল্যান্ডেই থাকবেন, নাকি পরিবারের কথা ভেবে দেশে ফিরবেন, সেদিকেই নজর ক্রিকেট মহলের।

রশিদ এবং নবি দুজনেই সানরাইজার্স হায়দরাবাদ দলের জার্সিতে খেলেন। এছাড়াও মুজিব উর রহমানও খেলেন হায়দরাবাদে। সঙ্কটের পরিস্থিতিতে ভারতীয় বোর্ডের তরফে আফগান ক্রিকেট বোর্ডের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.