সিঙ্ঘু সীমানা রণক্ষেত্র! কৃষক-স্থানীয়দের সংঘর্ষে লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের সেল পুলিশের
রমেন ঘোষ
ফের উত্তপ্ত পরিস্থিতি সিঙ্ঘু সীমানায়। কৃষকদের লক্ষ্য করে স্থানীয়রা ইট ছুড়েছে বলে অভিযোগ ওঠার পরই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ। আন্দোলনরত কৃষকদের অভিযোগ, শুক্রবার দুপুরে তাদের আন্দোলনস্থল থেকে তুলে দেওয়ার দাবিতে সিঙ্ঘু সীমানায় ঢুকে তাণ্ডব চালিয়েছে ২০০-রও বেশি স্থানীয় মানুষ। তবে সাদা পোশাকে পুলিশকর্মীরাই আন্দোলনকারীদের শায়েস্তা করতে ঢুকে ভাঙচুর চালিয়েছে বলেও অভিযোগ করেছেন অনেকেই। ভেঙে দেওয়া হয় একাধিক তাঁবু। এরই মধ্যে কৃষকদের লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয় বলে অভিযোগ। শুরু হয়ে যায় আন্দোলনকারীদের সঙ্গে স্থানীয়দের ধুন্ধুমার লড়াই। এই খণ্ডযুদ্ধের মাঝে পড়ে সাংবাদিকরাও আহত হয়েছে বলে খবর।
#WATCH: Scuffle breaks out at Singhu border where farmers are protesting against #FarmLaws.
Group of people claiming to be locals have been protesting at the site demanding that the area be vacated. pic.twitter.com/XWBu9RlwLP
— ANI (@ANI) January 29, 2021
পুলিশ অবশ্য অভিযোগ করেছে, রণক্ষেত্রে দু’দিক থেকেই পাথর ছোড়া শুরু হয়েছিল। পরিস্থিতি জটিল হয়ে পড়ায় পুলিশকে লাঠি চালাতে হয়, ফাটাতে হয় কাঁদানে গ্যাসের সেল। পাশাপাশি পুলিশের তাঁবুতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। এক শীর্ষ পুলিশ আধিকারিকের উপর তলোয়ার নিয়ে হামলা চালায় প্রতিবাদীরা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। মোতায়েন করা হয়েছে র্যাফ। সব মিলিয়ে সিঙ্ঘু সীমানার পরিস্থিতি এখনও থমথমে।
এদিকে গাজিপুরে গিয়ে প্রতিবাদী কৃষকদের সঙ্গে কথা বলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লি সীমানায় বিক্ষোভরত কৃষকদের জন্য পানীয় জলের বন্দোবস্ত করে দেন। অন্যদিকে, কৃষকদের সমর্থনে ৩০ জানুয়ারি থেকে মহারাষ্ট্রের আহমেদনগরে আমরণ অনশনে বসতে চলেছেন বলে জানিয়েছেন সমাজকর্মী আন্না হাজারে।
Comments are closed.