রিলায়েন্স-এর হাত ধরে ফিরতে পারে TikTok
বেঙ্গল ফাস্ট : জুনে ভারত সরকার টিকটক, ইউসি ব্রাউজার-সহ মোট ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে। দেশের নিরাপত্তার কারণ দেখিয়ে এই চিনা অ্যাপগুলি ভারতে ব্লক করা হয়। কেন্দ্রের তরফে দাবি করা হয়, এই অ্যাপগুলি ভারতের সার্বভৌমত্ব, সংহতি, প্রতিরক্ষা, দেশের নিরাপত্তা ও শৃঙ্খলার ক্ষেত্রে বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। তার জন্যই নিষেধাজ্ঞা জারি করতে হয়েছে। ভারতে নিষিদ্ধ হওয়ার পর ফের ব্যবসায় ফিরতে চাইছে নিষিদ্ধ চিনা অ্যাপ TikTok। চিনের বাইটড্যান্স-এর শর্ট ভিডিয়ো শেয়ারিং অ্যাপ TikTok নিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর কথা প্রাথমিক পর্যায়ে রয়েছে।
কোটিপতি মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের লিমিটেড-এর হাত ধরেই ফের ব্যবসায় ফিরতে চাইছে নিষিদ্ধ চিনা অ্যাপ TikTok। সূত্রের খবর, ভারতে বিনিয়োগের জন্য রিলায়েন্সের কর্ণধারের সঙ্গে একপ্রস্থ কথাও হয়েছে টিকটকের। তবে, বিনিয়োগ বিষয়ে কতটা কথা এগিয়েছে, তা নিয়ে বিশদ কিছু জানা যায়নি। জানা গিয়েছে, গত জুলাই থেকেই দুই সংস্থার কথা শুরু হয়েছে। তবে, এখনও পর্যন্ত আলোচনা চুক্তির জায়গায় পৌঁছোয়নি। রিলায়েন্স, বাইটড্যান্স বা টিকটকের তরফে এ বিষয়ে একটি কথাও এখনও পর্যন্ত জানানো হয়নি। এরই মধ্যেই শোনা যাচ্ছে, মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন, টিকটকের মার্কিন পরিচালনার ভার নিতে চায় মাইক্রোসফট। সেক্ষেত্রে টিকটকের মার্কিন পরিচালনার ভার মাইক্রোসফটেকে হস্তান্তর করার নির্দেশ বাইটড্যান্সকে দিতে পারে ট্রাম্প প্রশাসন।
Comments are closed.