Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

মেদিনীপুরে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব‍্যাঙ্কের ভিজিলেন্স সচেতনতা সপ্তাহ পালন

নিজস্ব সংবাদদাতা : ব‍্যাঙ্কের আর্থিক ও জনসেবামূলক পরিষেবা সংক্রান্ত নানা বিষয়ে এবং বিভিন্ন আর্থিক দুর্নীতি বিষয়ে জনগণকে সচেতন করতে পথে নামলেন ব‍্যাংকের আধিকারিক, কর্মী এবং গ্রাহকবৃন্দ। “সজাগ ভারত, প্রগতিশীল ভারত”, এই বার্তাকে সামনে রেখে ভিজিলেন্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব‍্যাংকের মেদিনীপুর রিজিওন‍্যাল অফিস, মেদিনীপুর শাখা ও রাঙামাটি শাখার যৌথ উদ্যোগে একটি পদযাত্রা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরে।

- Sponsored -

রবিবার সকালে আয়োজিত এই পদযাত্রায় ব‍্যাঙ্কের অফিসারগণ, কর্মীবৃন্দ ও গ্রাহকগণ অংশ নেন। বিদ‍্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের কাছে অবস্থিত ব‍্যাঙ্কের রিজিওন‍্যাল অফিস থেকে এই পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনরায় রিজিওন‍্যাল অফিসে শেষ হয়। পদযাত্রা চলাকালীন সময়ে বিভিন্ন ভাবে জনগণকে ব‍্যাঙ্কের বহুবিধ ঋণদান প্রকল্প, জনসেবামূলক প্রকল্প, কৃষি ঋণ, মহিলা স্বনিযুক্তি প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা-সহ নানা বিষয়ে​ অবগত করানোর পাশাপাশি দুর্নীতি বিষয়ে জনগণকে সচেতন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব‍্যাঙ্কের রিজিওন‍্যাল ম‍্যানেজার অমল গাঙ্গুলি, দেবাশিস মহাপাত্র প্রমুখ। উল্লেখ্য ২৭ শে অক্টোবর থেকে ২ রা নভেম্বর পর্যন্ত পালিত হচ্ছে ভিজিলেন্স সচেতনতা সপ্তাহ।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.