Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘আজাদি কা অমৃত মহোৎসব-ভারত@৭৫’, পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপে পালন করবে নেহরু যুব কেন্দ্র সংগঠন

শুভাশিস মণ্ডল

নেহরু যুব কেন্দ্র সংগঠন (NYKS), পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপ যুব বিষয় ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ‘আজাদি কা অমৃত মহোৎসব-ভারত@৭৫‘ উদযাপনের অংশ হিসেবে সারা দেশে ‘ফিট ইন্ডিয়া ফ্রিডম রান ২.০’ আয়োজন করছে। পশ্চিমবঙ্গের নেহরু যুব কেন্দ্র সংগঠনের ২৯টি কেন্দ্র এবং আন্দামান ও নিকোবর দ্বীপে এই মহা উৎসব উদযাপন করা হবে। এই উপলক্ষে বুধবার এক জুম কলের মাধ্যমে সাংবাদিকদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপে অনুষ্ঠিত ‘আজাদি কা অমৃত মহোৎসব-ভারত@৭৫’-এর বিষয়ে বিস্তারিত আলোচনার ব্যবস্থা করেন স্টেট ডিরেক্টর নন্দিতা ভট্টাচার্য।

- Sponsored -

‘আজাদি কা অমৃত মহোৎসব-ভারত@৭৫’ নিয়ে ভারতের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, ‘আমরা স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছি। আমাদের অবশ্যই একটি সুস্থ ও সবল ভারতের জন্য সংকল্প করতে হবে। আমি সবাইকে অনুরোধ করছি দেশব্যাপী ফিট ইন্ডিয়া ফ্রিডম রান ২.০-এ অংশ নিন এবং এই উদ্যমকে জনগণের আন্দোলনে পরিণত করুন।’

কোভিড-১৯ প্রোটোকল অনুসরণ করে এবার ফিট ইন্ডিয়া ফ্রিডম রানস ২.০ শুরু হবে ১৩ অগস্ট ২০২১ এবং শেষ হবে ২ অক্টোবর ২০২১-এ। পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপের কেন্দ্রগুলির প্রথম কর্মসূচি ১৩ অগস্ট আলিপুরদুয়ারের বক্সার ফোর্ট থেকে শুরু হল। সকাল ৭টা ৩০ মিনিটে ফিট ইন্ডিয়া ফ্রিডম রানস শুরু হয় সান্ত্বনা বাড়ি বক্সার রোড থেকে। এসএসবি কমান্ড্যান্ট রানটির ফ্ল্যাগ-অফ করেন।

ফিট ইন্ডিয়া ফ্রিডম রানস শুরু হল সান্ত্বনা বাড়ি বক্সার রোড থেকে

প্রতি সপ্তাহে ৭৫টি জেলায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রতিটি জেলার ৭৫টি  গ্রামে ২০২১ সালের ২ অক্টোবর পর্যন্ত এই উৎসব চলবে। এইভাবে, পশ্চিমবঙ্গের ২৪০০ গ্রামে ফিট ইন্ডিয়া ফ্রিডম রান আয়োজন করা হবে এবং আন্দামান ও নিকোবর দ্বীপেও সমানতালে ‘আজাদি কা অমৃত মহোৎসব-ভারত@৭৫’ উৎসব পালিত হবে।

 

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.