৭৫তম প্রতিষ্ঠা দিবসে সচেতনতার পাঠ স্পোর্টসম্যান রিক্রিয়েশান ক্লাবের

নিজস্ব সংবাদদাতা : মহামারীর আবহে অনাড়ম্বর ভাবে সূচনা হল প্লাটিনাম জুবিলি উৎসবের। মেদিনীপুর শহরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান ‘স্পোর্টসম্যান রিক্রিয়েশন ক্লাব’ ৭৫তম বর্ষে পদার্পণ করল শুক্রবার। করোনা আবহের মাঝে শুক্রবার সকালে ক্লাবের পতাকা উত্তোলন, প্রভাতফেরী এবং পথচলতি মানুষের হাতে মাস্ক তুলে দেওয়া হয়। পাশাপাশি মাইক প্রচারের মাধ্যমে স্বাস্থ্যবিধি সম্পর্কিত বার্তা দেওয়া হয়। ক্লাবের পতাকা উত্তোলন করেন ক্লাবের সহ-সভাপতি অজয় মিত্র।
এদিন ক্লাব প্রাঙ্গণ থেকে মাস্ক বিতরণ কর্মসূচি শুরু হয়ে স্টেডিয়াম রোড-গান্ধিমূর্তি-বিদ্যসাগরমূর্তি-গোলোকপতি ভবনের রাস্তা পরিক্রমা করে শেষ হয় আবার ক্লাব প্রাঙ্গণে এসে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ৭৫তম বর্ষ উদযাপন জাঁকজমকপূর্ণ ভাবে হওয়ার কথা থাকলেও করোনার কারণে আপাতত সব স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নানা ধরনের ক্রীড়া, সাংস্কৃতিক, সমাজসেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে ৭৫তম বর্ষ উদযাপন হবে। এদিনের কর্মসূচিতে অশোক ঘোষ, অঞ্জন রায়, সুধাময় সরকার, গৌতম দেব, পরমেশ্বর বেরা, মৃণাল দত্ত, শান্তি মুখার্জি, শক্তিপ্রসাদ মিত্র, সঞ্জিত তোরই, প্রকাশ সরকার, সুব্রত পান, প্রসূন সরকার-সহ অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
Comments are closed.