করোনা আবহে মেদিনীপুরে সচেতনতা অভিযান বাম ছাত্র-যুবদের
নিজস্ব সংবাদদাতা : করোনা আবহে ঈদ-উল-আযহা ও রাখিবন্ধন উৎসবকে সামনে রেখে সিপিআইএম-এর উদ্যোগে এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই) ও ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)-এর সহযোগিতায় মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটি এলাকায় ১৪টি ওয়ার্ডে সচেতনতা বৃদ্ধি কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রচারপত্র বিলি, মাস্ক বিলি এবং প্রেসার নির্ণয় ও অক্সিমিটার যন্ত্রের মাধ্যমে শরীরে অক্সিজেনের পরিমাণ মাপার কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার শহরের ১নং নম্বর ও ৮ নম্বর ওয়ার্ডের দর্জিপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কর্মসূচি সম্পন্ন করা হয়। এই কর্মসূচিতে জণগণের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আগামী কয়েক দিন দলের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় ১৫ হাজারের বেশি মাস্ক বিলির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন সুব্রত চক্রবর্তী, মানস প্রামাণিক, সুব্রত ডল, সৌম্য দেব অধিকারী, অক্ষয় গোপ, নীলোৎপল চ্যাটার্জি, বিশ্বজিৎ ঘোষ প্রমুখ বাম ছাত্রযুব নেতৃত্ব।
Comments are closed.