মোহনবাগান দিবসে ‘অঞ্জন মিত্র পুরস্কার’ প্রদান
বেঙ্গল ফাস্ট : এবারই প্রথম ২৯ জুলাই যেখানে মোহনবাগানের প্রাক্তন সচিব অঞ্জন মিত্রকে ছাড়া ‘মোহনবাগান দিবস’ পালন হতে চলেছে। গত বছর নভেম্বরের পড়ন্ত দুপুরে অঞ্জন মিত্র প্রয়াত হন। মৃত্যুকালের তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। ১৯৯৫ সাল থেকে দীর্ঘ ২৩ বছর ধরে ক্লাব প্রশাসনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। প্রয়াত সচিব অঞ্জন মিত্রকে শ্রদ্ধা জানিয়ে ইতিমধ্যে তাঁর জন্মদিনের দিন ২০ জুলাই উত্তর কলকাতায় ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। হেদুয়া পার্কে এই রক্তদানের আয়োজন করা হয়। এবার মোনহবাগান দিবসে ‘অঞ্জন মিত্র পুরস্কার’ প্রদান শুরু করতে চলেছে ক্লাব।
২৯ জুলাই মোহনবাগান দিবস। করোনা সংকটের আবহে এবছর অবশ্য ক্লাব তাঁবুতে জাঁকজমকপূর্ণ কোনও অনুষ্ঠান হচ্ছে না। প্রয়াত অঞ্জন মিত্রের নামাঙ্কিত সম্মান প্রদান করা হবে। বর্তমান সময়ে ময়দানের সেরা প্রশাসকের হাতে এই সম্মান তুলে দেওয়া হতে চলেছে ক্লাব সূত্রে জানা গিয়েছে।
Comments are closed.