নেট দুনিয়ায় ভাইরাল, পুলিশ আধিকারিকের মাথার উকুন বাছতে ব্যস্ত বাঁদর
বেঙ্গল ফাস্ট : পুলিশ আধিকারিকের মাথার উকুন বেছে দিতে ব্যস্ত একটা বাঁদর। বড়বাবুর কাঁধে বসে দেদার মজায় কাজে ব্যস্ত বাঁদরবাবাজি। একে একে দায়িত্ব নিয়ে উকুন বাছতে মগ্ন সে। এমনই এক ভিডিয়ো নিজের ট্যুইটারে শেয়ার করে শোরগোল ফেলে দিয়েছেন আইএফএস…