মহাত্মা গান্ধির ‘ব্যবহার’ করা চশমা! নিলামে বিক্রি ২ লক্ষ ৬০ হাজার পাউন্ডে
জয়দীপ সেন
সোনা খোদাই করা একজোড়া চশমার নিলামে রেকর্ড দর উঠল। প্রায় দু'লক্ষ ষাট হাজার পাউন্ডে কেনা হয়েছে সেই চশমা জোড়া। প্রচলিত আছে গান্ধিজি এই চশমা দু'টি ব্যবহার করতেন। পরবর্তীকালে উপহার হিসেবে ঘনিষ্ঠ একজনকে দিয়েছিলেন তিনি। এই প্রচলিত…