মন্দিরময় পাথরার প্রাণপুরুষ ইয়াসিন পাঠানকে কুর্নিশ
নিজস্ব সংবাদদাতা : রাইডিং-এ বেরিয়ে শুধু ভ্রমণের আনন্দ নেওয়া নয়, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে করোনা আবহে স্বাস্থ্য সচেতনতার বার্তা এবং কৃতি ব্যক্তিত্ব মহম্মদ ইয়াসিন পাঠানকে সম্মাননা প্রদান করা হল দুই রাইডিং সংস্থা 'মাসা'…