সাহিত্যিক অভিজিৎ চৌধুরীর গল্প সংকলন ‘প্রিয় ২৫’
নিজস্ব সংবাদদাতা : বিশ্বজোড়া মহামারী করোনার দাপটে গোটা পৃথিবী জুড়ে জনজীবনে অনেক কিছু থমকে গেলেও থেমে নেই সাহিত্যকর্ম। প্রকাশিত হল সাহিত্যিক অভিজিৎ চৌধুরীর গল্প সংকলন ‘প্রিয় ২৫’। সম্প্রতি মেদিনীপুর শহরের জজ কোর্ট সংলগ্ন একটি হোটেলের সভাকক্ষে বইটি আমন্ত্রিত সীমিতসংখ্যক সাহিত্যিক ও সাহিত্যানুরাগীদের উপস্থিতিতে প্রকাশিত হয়। এই ঘরোয়া অনুষ্ঠানে লেখক অভিজিৎ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন চিত্রনাট্যকার ও পরিচালক কান্তিরঞ্জন দে, বইটির প্রচ্ছদশিল্পী রণদীপ মল্লিক, প্রকশনা সংস্থা সিমিকা পাবলিশার্সের কর্ণধার সুমন বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
সাহিত্যচর্চার জগতে ২৫টি গল্প নিয়ে অভিজিৎ চৌধুরীর নবতম গল্প সংকলন এই ‘প্রিয় ২৫’। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিজিৎ চৌধুরী যথেষ্ট দক্ষতার সাথে প্রশাসনিক দায়িত্ব সামলানোর পাশাপাশি নিয়মিত সাহিত্যচর্চাও করেন। ইতিমধ্যে তাঁর লেখা কয়েকটি উপন্যাস প্রকাশিত হয়েছে এবং পাঠকমহলে সেগুলো যথেষ্ট সমাদৃত হয়েছে।
Comments are closed.